জামালপুরের মেলান্দহের ৫-নং নয়ানগর ইউনিয়নের ৭-নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মৃত মুনছব শেখের ছেলে বাবুল শেখ (৩৮)কে পিটিয়ে হত্যা করাহয়েছে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম। তিনি জানান, ৩-মার্চ দুপুরে। মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আন্তীয়দের মাঝে বিরোধের জেরে নয়ানগর ৭-নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি বাবুল কে পিটিয়ে হত্যা করে তারই আন্তীয়রা। ধানের ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে বাবুলের সাথে তারই জেঠা জয়নাল শেখের কথা কাটা কাটি হয়। পরে জয়নাল শেখের পক্ষের লোকজন বাবুলকে তার নিজ বাড়ীর পিটিয়ে গুরুতর যখম করে ফেলে চলেযায়। স্হানীয় লোকজন বাবুলকে আহত আবস্হায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়, পরে তার অবস্হা অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে নেয়। সেখানেও বাবুলের অবস্হার অবনতি হলে ডাক্তার তাকে ঢাকায় পাটিয়ে দিলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানায় অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম। তিনি বলেন ঘটনায় বাবুলের চাচাতো ভাই বাদশা ও বাদশার শ্বশুর শরাফত আলী সহ চার জনকে আটক করা হয়েছে।অপরদিকে মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিল, সাধারন সম্পাদক শাহীন বাঘা, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক রানা খান, নূরহুসেন সহ সকল বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও যুবলীগের নেতৃবৃন্দ বাবুল হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অপরদিকে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা হয়। মামলা নং ৩। কামরুজ্জামান কানু, জামালপুর।
#আপন_ইসলাম