রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা।
রবিবার সকালে গৌরনদী ও টরকী বন্দরে দুটি দোকানে পণ্যের মোড়ক না থাকায়, একটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা ও একটি খাবার হোটেলসহ ৪টি মিষ্টির দোকানে ৭হাজার টাকা জরিমানা করেন। এসময় গৌরনদী মডেল থানার এসআই হেলাল উদ্দিন, গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে কিনা তা মনিটরিং করেন।