যশোরের বেনাপোলে পূর্ব জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলার শিকার ভুক্তভোগী বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ কাগজপুর গ্রামের আলী হোসেনের পুত্র মোঃ শহিদুজ্জামান। তিনি বেনাপোলে সিএন্ডএফ এর কর্মচারী।
রবিবার(০২/০৫/২০২১) ভোর ৬ টা নাগাত মোঃ শহিদুজ্জামানের ছোট চাচা রবিউল ইসলামের নেতৃত্বে তার ছেলে হাকিম, সেলিম, ইব্রাহিম ও ইব্রাহিমের ছেলে ইয়ানূর দলবদ্ধভাবে হেসো দা, ইট, কচা, বাশের লাঠি দিয়ে হামলার শিকার শহিদুজ্জামানকে বেধড়ক মারপিট করে। মারপিট করার এক পর্যায়ে সন্ত্রাসী হাকিম শহিদুজ্জামানের ছেলের ধড়ে কোপ মারতে গেলে শহিদুজ্জামান বাধা দিলে ধারালো অস্ত্রের কোপ মারাত্বকভাবে শহিদুজ্জামানের হাতে লাগে।
ঘটনায় শহিদুজ্জামান গুরুতর আহত হলে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এরপর অবস্থার অবনতী দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। ভুক্তোভোগী শহিদুজ্জামানের পরিবার জানায় মিমাংসা হয়ে যাওয়া জমিজমা পুনরায় জোরপূর্বক দখল নেওয়ার জন্য বেশকিছুদিন ধরে তাদের উপর হামলা ও জুলুম করে আসছে।
তবে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
#আপন_ইসলাম