রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য প্রবাসী ছেলের স্ত্রীকে মারধর করায় পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেফতার। গ্রেফতারকৃতকে শ্বশুরকে বরিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে খুলিলুর রহমান গাজীর ছেলে জামাল গাজীর সাখে এক বছর আগে রাবেয়া বেগমের (২২) বিয়ে হয়।
বিয়ের পরে জীবিকার প্রয়োজনে স্বামী জামাল মালয়েশিয়া পাড়ি জমালে রাবেয়ার শ্বশুর খলিলুর রহমান স্বর্নের জিনিস বানানোর জন্য পুত্রবধু রাবেয়াকে তার বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দিয়ে আসছিলো।
রাবেয়া বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করায় শ্বশুর বিভিন্ন সময়ে রাবেয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলো। শ্বশুরের নির্যানের কথা ফোনে রাবেয়া তার স্বামীকে জানালে স্বামী জামাল কোন প্রতিবাদ না করে উল্টোতার বাবার পক্ষে উস্কানী দিয়ে আসছলো। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে পূত্রবধু রাবেয়াকে ঘরে আটকে শ্বশুর খলিলুর রহমানসহ পরিবারের অন্য বেদম মারধর করে।
এ ঘটনায় রাবেয়া বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় শ্বশুরসহ ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, নং-৪ (৬-৬-২০২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন শনিবার রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামী শ্বশুর মো. খলিলুর রহমান গাজীকে (৭০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।