সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

ই-পেপার

বর্ষায় চলনবিলে নৌকা তৈরির ধুম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২০, ৬:১০ অপরাহ্ণ

প্রদীপ কর্মকার, তাড়াশ, সিরাজগঞ্জ:

চলনবিলে বর্ষায় বিলপারের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কাঠের তৈরি নৌকা। বিলে বাড়ছে পানি। নদ-নদী,খাল-বিল ,মাঠঘাট কানায় কানায় ভড়ে উঠেছে বর্ষার নতুন পানিতে। তাই চলনবিল অঞ্চলে শুরু হয়েছে নৌকা তৈরীর ধূম। পাশাপাশি বিলপারের হাট বাজার গুলোতে বিক্রিও হচ্ছে প্রচুর। পানি আরেকটু বেশি হলে আরো কদর বাড়বে নৌকার।

তাই বর্ষার আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন চলনবিলের  নৌকা তৈরীর কারিগররা। নৌকা তৈরির উপযোগী শিমুল,কদম,আম,বট,পাকুর ও বকন সহ বিভিন্ন প্রজাতীর কাঠ ক্রয়-বিক্রয়ও জমে উঠেছে চলনবিলের হাট গুলোতে। চলনবিলের বৃহৎ নৌকা তৈরির হাট তাড়াশের নওগাঁর  কারখানা গুলোতে দেখা যায় নৌকা তৈরির ধুম।

তৈরি হচ্ছে,ডিঙ্গী,পানশী,ভোট সহ বিভিন্ন ধরনে  ছোট-বড় অসংখ্য নৌকা।  বিলপারে ভেটুয়া গ্রামের প্রবীন ব্যাক্তি আসালত উদ্দিন (৭৫) জানান, বর্ষায় চলনবিলের হাজার হাজার মানুষের চলা চলের  একমাত্র বাহন নৌকা। নৌকা ছাড়া মৌলিক প্রয়োজন গুলোও মেটানো সম্ভব নয়। তাই বর্ষা মৌসুমে প্রতি পরিবার কে নৌকা কিনতে হচ্ছে।

নওগাঁ হাটের নৌকা তৈরির কারিগর দুলাল হোসেন বলেন, এবার নৌকার চাহিদা প্রচুর। একটা ছোট ডিঙ্গি নৌকা ১৫ শত থেকে ২ হাজার টাকায় বিক্রি করা যায়। এ হাট থেকে এক দিনে প্রায় শতাধিক নৌকা বিক্রি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর