শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ফেসবুক কেন্দ্র করে শালিশ বৈঠকে মারপিট নারীসহ আহত ৩

মো:আমজাদ হোসেন রতন,নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ মে, ২০২১, ৯:১৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ফেসবুক কে কেন্দ্র করে শালিশ বৈঠকে নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী পুরুষ সহ ৩ জন আহত। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে উপজেলার মীরনগর গ্রামে। ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিলে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্বার করেন। পরে গ্রামবাসীরা আহতদের নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও আসামীদের গ্রেফতারে পুলিশের তেমন ভূমিকা নেই ।

এলাকাবাসী ও অভিযোগের সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার ফেসবুক আইডি হ্যাক করা কে কেন্দ্র করে বিবাদীগণ শফিকুলের বাড়ী গিয়ে মহিলাদের মারপিট করে । ভূক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগীতা চায় । তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল শনিবার ইউপি সদস্য হেলাল এর সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমানে পরিচলনায় বিকালে শালিশ বৈঠক বসে। শালিশ বৈঠকে বিবাদীরা পরিকল্পিত ভাবে শত শত মানুষের সামনে ২ নারীকে মারপিট করে। মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ করলে পুলিশ এখন পর্যন্ত আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করনি বলে অভিযোগ ভূক্তভোগি পরিবারের।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনিসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি মেডিকেল রির্পোট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শালিশ বৈঠকের সভপতি ইউপি সদস্য হেলাল ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, অনাকাক্ষিত ভাবে ঘটনাটি ঘটেছে । শালিশ বৈঠকে তারা মারপিট করবে এটা জানলে মিমাংসায় বসতাম না।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর