তোমার হ্নদয় খানা কি?
শুন্য বালুর চর,
গড়ছো না কেন
ভালবাসার ঘর।
তোমার মনটা এতোই
মরুভুমি ও পাষান ময়,
আমার ভালবাসার প্রতি
হওনা সদয়।
অধির আগ্রহে বসে থাকি
তুমি বলবে তোমার পাশে আছি,
আরও বলবে তোমায় ভালবাসি।
যদি আমায় ভালবাস, আমি হব গর্ব,
যেন আমি পেয়ে যাচ্চি বিধাতার স্বর্গ।