কয়েল মশারীতে কাজ হয়না
বেড়েই চলছে মশার বংশ বিস্তার,
প্রাণগাতী এডিসের থাবায়
বেড়ে চলছে ডেঙ্গু চিকুনগুনিয়া আক্রান্তের হার।
মশার জ্বালায় ঘরে থাকা দায়
ঘর থেকে যদি যাও বাহিরে,
ড্রেন নালা থেকে উঠে এসে মশা বলবে
তোমায় কত ভালবাসি এসো বন্ধু আহারে।
পানির পাত্র, ডাবের খোসা, ফুলের টবে
বেড়ে উঠছে এডিসের লাভা,
অযতœ অবহেলায় কিছু মানুষ
নিজেই ঢেকে আনছে মৃত্যুর থাবা।
এসো সবাই বাড়ীর আনাচে-কানাচে
সবর্ত্র পরিস্কার পরিচ্ছন্নতা তৈরী করি,
মৃত্যু ভয়ংকরী এডিস মুক্ত
সুস্থ্য সুন্দর নিরাপদ পরিবেশ গড়ি