সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ই-পেপার

“রাষ্ট্রের প্রকৃত মালিক কৃষক-শ্রমিক জনতা”-সাজিদুর রহমান সুমন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ

জনগণের অথবা রিকশাচালক বা শ্রমিকের ট্যাক্স ছাড়া
বাংলাদেশ কি এক সেকেন্ড চলতে পারবে?

এক কথায় পারবে না।
ট্যাক্স বা মূশক হলো রাষ্ট্রের আয়/উপার্জন।
মূশক কে প্রতি বছর বর্ধিত বা বিশাল আকারে নির্ধারণ করা হয়।

মূশক কোথা থেকে আসে জানেন?
বাংলাদেশের বেশির ভাগ মানুষ অক্ষর গেয়ান নেই এই মূশক বিষয়ে।
যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তারা হয়ত অনেকেই জানে।
এ বিষয়ে ধারণা রাখতে হলে অবশ্যই রাষ্ট্র চিন্তক হতে হয়।

মূশক মূলত আসে কৃষক,শ্রমিক,কুলি ও মজুর মজুরের ঘামে ভেঁজা রোজগারের টাকার কিছু অংশ থেকে।
কোম্পানি বা বড়-বড় ব্যাবসায় প্রতিষ্ঠান হয়ত হাজার কোটি টাকা বছরে মূশক দ্যায়,তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয় কিন্তু এর মূল উৎস হলো কৃষক শ্রমিক জনতা।

মূশক নির্ধারিত হয় প্রতিটি গৃহ,দালানকোঠা,জমিতে।পণ্য বা ব্যবহৃত সকল সামগ্রী ক্রয় বিক্রয় এর মাধ্যমে।
এই নির্ধারিত অংশ জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে।
সেখান থেকে খরচা করে পরিচালনা করা হয় রাষ্ট্রীয় সকল কার্যক্রম।

এই মূশক ছাড়া কোন রাষ্ট্র এক মিনিট বা সেকেন্ড ও চলেনা।
রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে গতিশীল রাখে সে রাষ্ট্রের জনগণ।
জনগণ একবোতল পানি খাইলেও রাষ্ট্রকে ভ্যাট,ট্যাক্স,কর দিয়ে খায়।
আজকের বিশ্বে যত উন্নয়ন হয়েছে সব এই ট্যাক্সের দ্বারা।

অথচ সেই রাষ্ট্রে জনগণকে গুলি করে মারা হয়,জেল-হাজতে ভরে রাখা হয়।শুধুমাত্র ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে।
সেই সরকার প্রধান কি এক মিনিট চালাতে পারে নিজস্ব অর্থায়নে পুরো রাষ্ট্র।কোনদিনই সম্ভব নয়।

রাষ্ট্রের প্রকৃত মালিক কৃষক-শ্রমিক জনতা,
যতই করো অন্যায় অবিচার পেয়ে ক্ষমতা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর