বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ঋণের দায়ে কলেজ ছাত্রর আত্মত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

আগৈলঝাড়ায় ঋণের দায়ে কলেজ ছাত্রর গলায় ফাঁস দিয়ে আত্মত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড়মগড়া গ্রামের দর্জি ব্যবসায়ি অমল রায়ের ছেলে ও গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকটি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র আকাশ রায় (২০) শনিবার রাতে বসত ঘরের পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তর জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

 

সূত্রে জানা গেছে, পড়াশুনার জন্য হোস্টেল খরচ যোগান ও পরিবারের খরচ যোগোতে গিয়ে আকাশের দরিদ্র পিতা ঋণের দায়ে দিশেহারা হয়ে পরেছিলো। গলায় ফাঁস দেয়ার আগে শুক্রবার রাতে ৬০হাজার টাকা ঋণের বিষয়ে আকাশ তার ফেইসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর