আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
দাবীকৃত যৌতুকের চার লাখ টাকা দিতে না পারায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে তার বাবার বাড়িতে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের। শনিবার সকালে নির্যাতিতা গৃহবধু লাবনী আক্তার জানান, গত দশ বছর পূর্বে চেঙ্গুটিয়া গ্রামের কাদের হাওলাদারের পুত্র শাহাদাত হাওলাদারের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
বিয়ের পর বিভিন্ন অযুহাতে তার স্বামী প্রায়ই তাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাঁপ দিয়ে আসছিলো। এমনকি যৌতুকের জন্য শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তিনি আরও জানান, গত কয়েকদিন পূর্বে স্বামী শাহাদাত হাওলাদার ব্যবসা করার কথা বলে তার (লাবনী) বাবার বাড়ি থেকে চার লাখ টাকা এনে দিতে বলে।
টাকা দিতে অস্বীকার করায় তাকে অমানুষিক নির্যাতন করে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।