যশোরের অভয়নগর উপজেলার চলিশীয়া গ্রামে দেবাশীষ সরকার ওরফে সঞ্জয় পাল(৪৫) রবিবার রাতে দুই দুস্কৃতিকারীর হামলায় নিহত হয়েছেন এবং তার স্ত্রী রীপা সরকার আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার যশোর জুট ইন্ড্রাস্ট্রিজ লিঃ(জেজেআই) এ হিসাব বিভাগে কর্মরত ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ২.৩০টার সময় রান্নাঘরের গ্রীল কেটে দুইজন দুস্কৃতিকারী প্রবেশ করে টাকা, গহনা, মালামাল নিয়ে যাওয়ার সময় দেবাশীষ ও তার স্ত্রী টের পেয়ে চিৎকার করে উঠলে দুস্কৃতিকারীরা শাবল দিয়ে তাদেরকে আঘাত করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় দেবাশীয় দম্পত্তিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছু সময় পরে দেবাশীষ মারা যায়। আশংকাজনক অবস্থায় তার স্ত্রী রীপা সরকারকে(৩৪) খুলনা গাজী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উল্লেখিত ঘটনায় জোর তদন্ত কার্যক্রম চলছে এবং ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।
#CBALO/আপন ইসলাম