কালারমারছড়া বাজারের উত্তরাংশে নয়াপাড়া বখতেয়ার মার্কেটে অনৈতিক কাজ চলছিলো এমনতা অবস্থায় অনৈতিক কাজে বাধা দেওয়ায় মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্যার মুহাম্মাদ হোসাইনকে বখতেয়ার মার্কেটের তথাকথিত মালিক তবারেক কোম্পানি এবং তার নিকট আশ্রিত চ্যালাচামুণ্ডারা মোহাম্মদ হোসাইন এর উপর নগ্ন হামলা চালিয়ে মহেশখালীর ইতিহাসে করলো।
জানা, যায় গত শনিবার রাত প্রায় ৯ঃ৩০ দিকে ইবাদতরত ও সিয়ামরত মানুষেরা অনৈতিক কাজ চলাতে তারা কষ্ট পাচ্ছিলো তাই অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্যার মুহাম্মাদ হোসাইন এর উপর হামলা চালায়।
অন্যান্য সময়েও তথাকথিত বখতেয়ার মার্কেটে নিয়মিত অবৈধ ও অনৈতিক কার্যক্রম চলে আসছিলো। এলাকার মানুষ বিভিন্নভাবে ওদেরকে বুঝানো চেষ্টা করেছিলো । কিন্তু কিছুতেই কিছু হচ্ছিলো না। কারো কথায় কান দেয়নি ওরা। এমনকি পবিত্র রমজান মাসেও ওরা অবাধে অনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এমন অনৈতিক কার্যক্রমে পবিত্র রমজানের পবিত্রতা ক্ষুন্ন হচ্ছিলো; কষ্ট পাচ্ছিলো ইবাদতরত ও সিয়ামরত মানুষেরা। সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে এই অবৈধ কার্যক্রমে মৌখিকভাবে বাধা প্রদান করতে এগিয়ে আসেন হামলার শিকার হওয়া প্রিন্সিপাল মুহাম্মদ হোসাইন। উনার বাড়ি উক্ত মার্কেটের অনতিদূরে অবস্থিত হওয়ার সুবাদে, স্বাভাবিকভাবে এমন সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে উনাকেই এগিয়ে আসতে হলো।বিপরীতে উনাকে শ্রুতিকটু গালিগালাজের বিস্ফোরণে হেনস্তা করতে থাকে। গালিগালাজেই ক্ষান্ত হলো না হায়েনার দল; উনার উপর শারীরিকভাবেও চড়াও হলো বেধড়কভাবে!জড়িত সকল দোষীদের যথাযথা শাস্তি কামনা করেন এলাকাবাসী।
#CBALO/আপন ইসলাম