জীবন¯স্রোত পত্রিকার স্ট্যাফ রিপোর্টার, চলনবিলের আলোর,অভয়নগর প্রতিনিধি, মোঃ কামাল হোসেন(৩৫) কে খুন গুমের হুমকী দিয়েছে বহু বিবাহের হোতা মুজিবর নামে এক প্রতারক। অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গতকাল ২৫ এপ্রিল রোববার যশোর থেকে প্রকাশিত স্মৃতি পত্রিকায় একটি সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে কেশবপুর থানার চাদ্রা গ্রামের মৃত বাবুর আলীর পুত্র প্রতারক মুজিবর মোড়ল তার মোবাইল ( ০১৭৩৬৮৭১৩৩০, ০১৯৮৫৯৬৭১৯৬ ) থেকে সাংবাদিক কামালের মুঠো ফোনে দিন-রাতে অসংখ্যবার কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকী দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে সর্বশান্ত করারও হুমকী দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী অভয়নগর থানায় জিডি করেছেন যার নং ১০৩৬, তাং ২৬/০৪/২১ইং। এ ঘটনায়, অভয়নগর রিপোর্টাস ক্লাব, যশোর জেলা অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠন(বিএসকেএস) পৃথক বিবৃতিতে সাংবাদিক কামালকে প্রাণনাশের হুমকী দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ ও হুমকীদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
#CBALO/আপন ইসলাম