কে,এম আল আমিন :
সিরাজগঞ্জে নতুন করোনা সনাক্তের ৮ জনই সলঙ্গা থানার।আজ শনিবাব দুপুরে সিরাজগন্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর আজ ৯৩ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ।
আবারও আক্রান্তের ৮ জন হলো সলঙ্গা থানার। আক্রান্তরা হলেন, সলঙ্গা থানার ওসি তাজুল হুদার ৩ মেয়ে, একই থানার দুই উপ-পরিদর্শক জেসমান, নুরুল, ২ জন কনস্টেবল আলমগীর, নুরুল, একজন নারী কনস্টেবলের স্বামী। তিনি আরও বলেন, সিরাজগন্জ জেলায় মোট আক্রান্ত পুলিশ ৩২ জন এবং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।
উল্লেখ্য, গত ৪ জুন সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদা সহ একজন এএসআই এর শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে সলঙ্গা থানায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে।