ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল অনুমানিক ৭.৩০ মিনিটে পীরগঞ্জ থানার সামনে হামলা চালিয়েছে উপজেলার চিহ্নিত সন্ত্রাসী শেখ সমশের আলী ও তার পরিবারের সদস্যরা।
হামলায় আহত সাংবাদিক জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, স্বদেশ খবরের ঠাকুরগাঁও প্রতিনিধি ও ঠাকুুরগাঁও রিপোটার্স ইউনিটির সদস্য মাহাবুবুর রহমান বুলু।
আহত সাংবাদিক মাহাবুবুর রহমান বুলু জানিয়েছেন, শনিবার সকালে সাংবাদিক মাহাবুবুর রহমান বুলুর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী শমসের আলী।
সাংবাদিক বুলু টাকা দিতে রাজি না হওয়ায় হামলা চালিয়েছে শমসের আলী ও তার পরিবার।সাংবাদিক বুলু বর্তমানে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।এর আগেও সন্ত্রাসী শেখ শমসের আলী সি এন এন বাংলা ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আব্দুল আলিমের উপর পীরগঞ্জ থানা চত্বরে হামলা চালিয়েছিল।
সন্ত্রাসী শেখ শমসের আলী উপজেলার সাব রেজিস্ট্রার অফিস সংগ্লন ফটো কপি ও ফটো স্টুডিওর ব্যাবসা করে নিজেকে কখনো কখনো ফটো সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়।
শেখ শমসের আলী মামলা বাজ ব্যাক্তি তার বিরুদ্ধে শশুর বাড়ীর লোকজনের উপর মিথ্যা বানোয়াট মামলা করার ও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য সাংবাদিক পরিচয় দেওয়া ব্যাক্তি শমসের আলী কে উপজেলার ভেলাতৈড় এলাকায় অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা অবস্থায় উলংগ অবস্থায় উদ্ধার করা হয়েছিল ।
তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সহ শত শত অসহায় দুঃস্থ মানুষদের কাছ থেকে নিউজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে সাংবাদিকের উপর হামলা করে নিজেকে নির্দোষ প্রমানের জন্য উপজেলার সচেতন মহলকে ভুলভাল বুঝিয়ে বেড়াচ্ছেন তিনি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি ইমদাদুল হক ভুটু ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু সহ জেলার বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা সেই সাথে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
#CBALO/আপন ইসলাম