সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা মেরামতের নামে চার মে:টন টি-আর আত্নসাৎ করা হয়েছে। এ ঘটনা ঘটেছে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামে। গত অর্থ বছরে ঐ গ্রামের আক্কাচ মাষ্টারের বাড়ি হতে জলিল নগর হাই-স্কুল পর্যন্ত রাস্তা মেরামতের জন্য চার মে:টন সাধারণ টি- আর বরাদ্দ করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এক বছর পার হলেও সেখানে চার পয়সার কাজও হরা হয়নি। পুরো টাকাই আত্নসাৎ করা হয়েছে। এর সাথে জড়িত আছেন লোকাল জনপ্রতিনিধিরা। এ ঘটনা এক বছর ধরে তাড়াশ ইউএনও এবং পিআইও অফিসের লোকজনকে নানা ভাবে জানিয়েও কোন কাজ হচ্ছে না বলে এলাকাবাসির অভিযোগ। বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে। এ প্রসংগে তাড়াশ উপজেলায় কর্মরত পিআইও নুর-মামুন জানান, আক্কাচ মাষ্টারের বাড়ি হতে জলিল নগর হাই স্কুলের ঐ রাস্তা মেরামতের চার মে:টন টি-আরের এখন পর্যন্ত কাজ করা হয়নি বলে অভিযোগ আসছে। যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#CBALO/আপন ইসলাম