শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ করে ফেসবুকে দেয়া যুবক কারাগারে

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইসিটি আইনে দায়ের করা মামলার আসামি মাহাবুব আলমকে (১৯) শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক ফকিরের পুত্র মাহাবুব আলম (১৯) তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ করে অশ্লীল ক্যাপশন লিখে গত ১৯ এপ্রিল আপলোড করে। যা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টারসহ অন্যান্যরা মাহাবুব আলমকে ধরে এনে পুলিশের কাছে সোর্পদ করে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ জামান বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সিকদার বাদি হয়ে মাহাবুব আলমের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মাহাবুব আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর