টাঙ্গাইলের মধুপুরে মাদকদ্রব্য ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধুপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় মধুপুর উপজেলার পুন্ডুরা গ্রামের জামাল এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে উপজেলার পুন্ডুরা গ্রামের নূরুল ইসলামের ছেলে জামাল (২৮) কে আটক করা হয়েছে।
এসময় তার নিকট হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন মধুপুর থানার এসআই জুবাইদুল হক ও এসআই সুশান্ত চন্দ্র সরকার।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে। আসামীকে শুক্রবারে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম