চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় ছেলের অবৈধ প্রেমের সম্পর্কের কারণে মকবুল হোসেন (৪৮) নামের এক পিতা আত্মহত্যা করছে। শনিবার ভোর রাতে তার বাড়ির সামনে আম বাগানে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।মকবুল পারভাঙ্গুড়া ইউনিয়নের উত্তর পাটুলী গ্রামের সিরাজ সরদারের ছেলে।
জানা গেছে,নিহত মকবুলের ছেলে মিজানুর রহমান ফায়ার সার্ভিসে কর্মরত ছিল। সে বিবাহিত হওয়ার পরেও একই গ্রামের ইয়াকুব আলীর কলেজ পড়ুয়া জেসমিন (১৮)এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি আগের স্ত্রী ও গ্রামবাসি জানাজানি হলে মিজানুর রহমানে সরকারি চাকুরি রক্ষার্থে গ্রাম্য মাতবরদের মধ্যস্ততায় প্রেমিকার পিতাকে ৪ লাখ টাকা প্রদানের বিনিময়ে প্রায় ২ মাস আগে বিষয়টি সমাধান করেছিলেন নিহত মকবুল।
কিন্তু গত শুক্রবার রাতে মিজানুর রহমান আবারও ঐ পুরাতন প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে আসে। এতে এলাকায় হৈচৈ পড়ে যায় এবং নিহত মকবুল ক্ষুদ্ধ হয়।পরে শনিবার ভোর রাতে তার বাড়ির সামনে আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।সকালে আশপাশের লোকজন তাকে রশি দিয়ে গাছে ঝুলতে দেখে দ্রুত নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে এবং অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।