সাতক্ষীরা সদরের ঝুটিতলা (মাছখোলা) গ্রামের বাসিন্দা সাংবাদিক ও ব্যবসাহি শহিদুল আলমকে অঙ্গাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে জীবন নাশের হুমকি প্রদান করছে। এ বিষয়ে সাংবাদিক শহিদুল ইসলাম আমাদেরকে জানান আমি মো: শাহিদুল আলম (২৭), পিতা- মাহবুবুর রহমান, সাং- ঝুটিতলা, থানা ও জেলা- সাতক্ষীরা। বিবাদী- ১। মো: সুমন হোসেন (৩০), পিতা- রেজাউল ইসলাম, সাং মাগুরা মিল বাজার, হাল সাং- কাটিয়া লস্কারপাড়া, ২। মো: মাসুদ (৩০), পিতা- অজ্ঞাত, সাং মাগুরা দাসপাড়া, উভয় থানা ও জেলা- সাতক্ষীরা এই মর্মে জানাইতেছি যে, আমি দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার। পূর্ব শত্রুতার জের ধরিয়া গত ইং- ২১/০৪/২০২১ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদীরা আমার মাগুারা মিল বাজারে দেখা পাইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করিতে উদ্যত হয়, আমার পথেঘাটে ফাকা পাইলে হাত পা ভেঙ্গে দিবে, আমার সাংবাদিকতা করার স্বাদ মিটাইয়া দেব, আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেল হাজত খাটাবে ইত্যাদি হুমকি প্রদান কর। পরবর্তীতে ১নং বিবাদী পূনরায় ঐদিন বেলা ১২.১৩ ঘটিকার সময় তাহার মোবাইল নং- ০১৬২১-৪৭৮৫৫৫ থেকে আমার মোবাইল নং- ০১৭৫৭-৫২১৮৩৯ তে রিং দিয়া আমাকে বিভিন্ন ধরনে ভয়ভীতি ও হুমকি প্রধান করে। সাক্ষী-১। নাইম আহসান তামিম, পিতা- আহসানউল্লাহ, সাং- রাজারবাগান, ২্ সুজন, পিতা- অজ্ঞাত, সাং- কাটিয়া, উভয় থানা ও জেলা- সাতক্ষীরাসহ আরও অনেক ঘটনার বিষয় দেখে ও জানে। বিবাদীদের হুমকির কারণে আমি আশংকা করিতেছি যে, বিবাদীরা ভবিষ্যতে আমার সহ আমার পরিবারের সদস্যদের জীবন এবং সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে। বিসয়টি সুষ্ঠ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনের আহবান জানান সাংবাদিক মহল।
#CBALO/আপন ইসলাম