শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ই-পেপার

গাড়িতে সরকারি সাইনবোর্ড ব্যবহার করে যাত্রী পরিবহনে অটক

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৭:১৩ অপরাহ্ণ

লকডাউনের মধ্যে প্রাইভেটকারে ম্যাজিষ্ট্রেট ও সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে মহাসড়ক দিয়ে যাত্রী পরিবহনের দায়ে যাত্রীসহ গাড়ী ও চালককে আটক করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। বৃহস্পতিবার দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়া হয়। গাড়িটি থামানোর পর গাড়ির সামনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, পিছনে ডাক বিভাগের সাইনবোর্ড এবং গাড়ির ভিতরে অনেক যাত্রী দেখা যায়। এসময় চালককে জিজ্ঞাসা করলে সে (চালক) অসংলগ্ন কথা বলেন। এসময় গাড়ি ও চালক তাজুল ইসলাম আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপিন চন্দ্র বিশ্বাস চালক তাজুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় চালকের কাছ থেকে মুচলেকা রেখে মানবিক কারনে তাকে ছেড়ে দেয়া হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর