বরিশালের র্যাবের অভিযানে তিন জন মাদক ব্যাবসায়ি গ্রেফতার হয়েছে।বরিশাল র্যাব-৮ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বরিশাল সদর কোতয়ালী থানার বিএম কলেজ রোডস্থ কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বরিশাল র্যাব-৮ একটি দল অভিযান চালিয়ে তিন জন জনকে আটক করে। আটককৃতরা হল ঝালকাঠি জেলার নলছিটি থানার ভরতকাঠী গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান এর পুত্র মোঃ মশিউর রহমান (৩০), ররিশাল জেলার বাকেরগঞ্জ থানার চর দাড়িয়াল গ্রামের মোঃ দেলোয়ার হোসেন পুত্রমোঃ ইমদাদুল হক(৩০), একই জেলার, বিমানবন্দর থানার দেহেরগতি গ্রামের মৃত সেকেন্দার আলী’র পুত্র মোঃ শাকিব জামান শাওন(৩০)। এদের কাছ থেকে ১০০পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ তিন হাজার দুই শত আটচল্লিশ টাকা এবং ০১টি মটর সাইকেল উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।
#CBALO/আপন ইসলাম