বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
রামগড় উপজেলার প্বার্শবর্তী বাগান বাজার স্কুল সংলগ্ন ফেনী নদীতে কাঠ সংগ্রহ করতে এসে নিখোঁজ রামগড় কলেজ শিক্ষার্থী পলাশ চন্দ্র দে’র মরদেহ সাতদিন পর আজ মিরেশ্বরাই থানার বারৈয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত শুক্রবার পাহাড়ি উজান থেকে ফেনী নদীতে ভেসে আসা গাছের গুড়ি সংগ্রহ করতে গিয়ে নদীতে নিঁখোজ হন পলাশ।তৎক্ষনাত সহপাঠীদের অনেকেই পানিতে নেমে পলাশকে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।দীর্ঘ ২৪ ঘন্টা চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম থেকে আগত ডুবুরী দল।
নিহত পলাশ দে ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকার স্বামী পরিত্যক্তা শিপ্রা রাণীর ছেলে। তার দুই সন্তানের মধ্যে পলাশ বড় ছোট ছেলে নবম শ্রেণীতে পড়ে।
বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মাইল দূরে ধুমঘাট ব্রিজের নিচে থেকে ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে। ছেলেটির মা শিপ্রা রাণী বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে আয়ার কাজ করেন। বহু কষ্টে তার দুই সন্তানকে লেখাপড়া করাচ্ছেন।