নওগাঁর আত্রাইয়ে পুলিশ পরিচয়ে একজনের জমি জোর পূর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই জমির মালিকানা নিয়ে ভাই ও ভগ্নিদের সাথে দ্বন্দ থাকলেও কমান্ডো স্টাইলে ভাড়াটিয়ে বাহিনীদের পুলিশ পরিচয় দিয়ে জোর পূর্বক দখল করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী রেজাউল করিম গত রোববার বাদি হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের রেজাউল ইসলাম পৈত্রিক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এরই মাঝে সম্প্রতি তার ভাই রমজান আলী ভাড়াটিয়া বাহিনী নিয়ে জোর পূর্বক জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষ বাধা দিতে চাইলে ভাড়াটিয়া বাহিনী নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে কমান্ডো স্টাইলে ওই জায়গায় জোর পূর্বক দখল করে নেয়। এ ঘটনার পর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সচেতন মহল মনে করছেন। এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা যদি পুলিশ পরিচয় দিয়ে থাকে তা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
#CBALO/আপন ইসলাম