তোমার আমার স্বপ্ন
চার-দেওয়ালে বন্দি,
তবুও কত লোক এসে
আটে নানান ফঁন্দি!
আমি
নাকি ওরাই বড় ধান্দাবাঁজ,
এই পথে এসে হারিয়েছি শরম-লাজ।
প্রকৃতির মাঝে কৃত্রিমতার ছাপ
তোমরা আমার ভাই করে দিও মাফ,
গলায় সুর
ও ভাই তোমার কত মধুর,
সময় হয়ে গেলে তাড়িয়ে দাও
এই আমায় বহুদূর।
কেন এত ধোঁকাবাজি,
রঙিন সব কারসাজি,
তোমাদের কি নেই আর কাজ?
আমিতো তোমার জন্য
হারিয়েছি জিবনের সব লাজ,
বলো আমি
নাকি ওরা বড় ধাঁন্দাবাজ।
#CBALO/আপন ইসলাম