ভালবাসা আর ভাল লাগা এক নয়
তা আগে কেন বুঝি নাই,
ভালবেসে এই মনে
দিয়েছি যে তারে ঠাই ।
প্রথম যেদিন
দেখেছি তারে আমি,
আমি বলেছি পৃথিবীতে
সবচেয়ে সুন্দরী তুমি।
প্রথম দেখায়
ভাল লেগেছে তারে,
মিষ্টি কথায় বুঝেছি
সে ভালবাসে মোরে।
ভালবাসা কারে বলে?
তা আমি বুঝি না,
তারে নিয়ে সুখী হবো
ছিল এই কামনা।