শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

চৌকিদার কর্তৃক টমটম চালকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ

কক্সবাজার সদরের উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চৌকিদার দিদারুল আলম শাহেদুল ইসলাম নামের এক নিরহ টমটম চালককে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শাহেদুল ইসলাম বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ১৩ এপ্রিল রাত আনুমানিক ৮ টার সময় ছান্দেরপাড়ার সুলতান আহমদ এর ১৬ বছরের শাহেদুল ইসলামকে বেধড়ক মারধর করে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।পরে আহত অবস্থায় শাহেদ কে লিংক রোডে এক ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। আহত শাহেদ বলেন, চৌকিদার দিদার আমার গাড়িতে করে তার শশুর বাড়ির লোকদের পৌঁছে দিচ্ছিল, আমি লিংকরোড যাওয়ার পর যখন তাদের নামিয়ে দিয়ে আর যেতে অনীহা প্রকাশ করি তখনি চৌকিদার দিদার রেগে গিয়ে আমাকে মারধর শুরু করে এবং একপর্যায়ে আমাকে ধানক্ষেতে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলবে বলে গলা টিপে ধরে,এবং যদি এই ঘটনা কাউকে বলি তাহলে মিথ্যা মামলা দেবে বলে হুমকি দেয়। আহত শাহেদ এর পরিবার বলেন,আমাদের ছেলে শাহেদ রাতে বাড়িতে এসে যখন হাউমাউ করে কান্না করছে তখন আমরা জিজ্ঞেস করি তোমার কি হয়েছে? এভাবে তুমি কান্না করতেছো কেন? তখন সে বলে চৌকিদার দিদার আমাকে অনেক মারধোর করেছে, মেরে ফেলবে বলে ধানক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে ধরে, অনেক নির্যাতন করেছে। এই কথা শুনার পর শাহেদ এর পরিবার চৌকিদার দিদারের বাড়িতে গিয়ে তার কাছে ঘটনার বিষয় জানতে চাই,তখনি দিদার ক্ষীপ্ত হয়ে শাহেদ এর পরিবারকে হুমকি-ধামকি দিয়ে লাঠি নিয়ে মারতে আসে। স্হানীয় সূত্রে জানা যায়,চৌকিদার দিদার সরকারি চাকুরীর প্রভাব কাটিয়ে এইভাবে আরো অনেক মানুষকে নির্যাতন ও হুমকি ধমকি দিয়ে ভয় ভীতি দেখানো সহ মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়েছে।এলাকার নিরহ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করা,মানুষের কাছ চাঁদা দাবি করা, এবং কেউ তার কথামতো টাকা দিতে রাজি না হলে তাকে মানসিক নির্যাতন করে। স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি ত্রাণ ভিজিডি কার্ড বিধবা কার্ড এগুলো নিজেই তার কাছে টাকা দেওয়া লাগে কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে এটা থেকে বঞ্চিত হবে বলে ভয় দেখায় সবাইকে সরকারি কোনো সহায়তা দেওয়া হবেনা তার বিরুদ্ধে কথা বললে সেই বইয়ে অনেক অসহায় পরিবার তার বিরুদ্ধে কথা বলে না দিদারুল আলম চান্দের পাড়া 5 নম্বর ওয়ার্ড এবিষয়ে ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বলে আশ্বস্ত করেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর