সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বরিশাল পানি উন্নয়ন বোর্ডরপ্রকৌশলীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০, ৫:৩০ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আামফানে ক্ষতিগ্রস্থ বাঁধ নিয়ে পত্রিকায় “বর্ষার আগেই ভাঙ্গন” শিরোনামে সংবাদ প্রকাশের পর বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ হারুন-অর রশিদ ২৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করছেন।

শুক্রবার দুপুরে কাঠালিয়া উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির বলেন, প্রকাশিত সংবাদটি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও সংসদ সদস্য বজলুল হক হারুনের দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে তাদের নির্দেশনায় গত ৩ জুন বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে আওরাবুনিয়ার জাঙ্গালিয়া পর্যন্ত ট্রলারযোগে ধ্বসে যাওয়া বাঁধ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন।

এসময় এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রধান প্রকৌশলী কাছে জোর দাবি করেন। উপজেলা চেয়ারম্যান আরও জানান, ঝড় জলোচ্ছাসসহ প্রতিটি দুর্যোগে বাঁধটি ধ্বসে পরলেও আজও সংস্কারের জন্য কার্যকরী কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এজন্য দীর্ঘদিন থেকে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও কোন সুফল মেলেনি।

তিনি আরও জানান, সর্বশেষ ঘূর্ণিঝড় আমফানে বাঁধটি ধ্বসে পরে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে মাছের ঘের থেকে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। পাশাপাশি বিষখালী নদীর ভাঙনে বিধ্বস্ত হচ্ছে বাড়ি-ঘরসহ আবাদী জমি।

শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ হারুন-অর রশিদ বলেন, আমফানের আঘাতে বিষখালী নদীর তীরবর্তী বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে। যত দ্রুত সম্ভব কাঠালিয়া উপজেলার ২৯ কিলোমিটার পূর্ণাঙ্গ টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।

বজলুল হক হারুন এমপি বলেন, কাঠালিয়াবাসীর সাথে আমারও প্রাণের দাবি বেড়িবাঁধটি পূর্ণনির্মাণ করার। এজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই বেড়িবাঁধটি পূর্ণনির্মাণের কাজ শুরু করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর