এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসে দীর্ঘ সময় লক ডাউন থাকায় একটু শিথিল করার ঘোষণা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে সবাই মুখে মাস্ক পরতে হবে।
তারই ধারাবাহিকতায় পাটকেলঘাটার বিভিন্ন স্থানে মুখ মাস্ক না থাকায় অর্থ জরিমানা করা হয়েছে। এ জরিমানা আদায় করেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। তিনি সাতক্ষীরা তালা উপজেলার আরো বিভিন্ন স্থানে গিয়ে, অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, সবাই কে মুখে মাস্ক পরতে হবে। আপনারা মুখে যদি কেউ মাস্ক পরিধান না করেন তবে আপনাদের শাস্তির ব্যবস্থা করা হবে। এবং জনস্বার্থ এ অভিযান অব্যহত থাকবে।