এম ইদ্রিস আলী সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলায় ৮৯৫ টি তালিকাভুক্ত মসজিদের অনুকূলে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদান এসেছে।
যার মধ্যে সাতক্ষীরা পৌরসভার অনুকূলে ১৬১ টি এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ৭৬১ টি মসজিদ প্রতি ৫ হাজার টাকা বরাদ্দ এসেছে। বরাদ্দকৃত টাকার চেক সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরী কর্তৃক স্বাক্ষর করে ইসলামিক ফাউন্ডেশনে প্রেরণ করা হয়েছে।
তালিকাভুক্ত মসজিদ কমিটির মনোনীত প্রতিনিধিকে ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা কার্যালয় থেকে উক্ত অনুদানকৃত ৫ হাজার টাকার চেক গ্রহনের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী কর্তৃক অনুরোধ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে পূর্বে প্রেরিত তালিকার মধ্যে যদি কোন মসজিদের নাম বাদ যায়, তাহলে অতিসত্বর ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা কার্যালয়ে নামের তালিকা পাঠানোর জন্য বলা হয়েছে।