অসহায়ের লকডাউন করোনা
ভাল্লাগে না ভাল্লাগে না।
পেটের মাঝে ক্ষুধা থাকলে
ঘরের ভিতর মন থাকে না।
মন থাকে না!মন থাকে না!
চোরে চোরে জুট মিলে
যদি হয় করোনা,
লকডাউনে সুযোগ থাকে
চুরি করলে কেউ দেখে না।
দেখে না!দেখে না!
সুযোগ বুঝে করে চুরি
এরাই দেশের জ্ঞানী,
অসহায় না, না খেয়েই মারলো
তারা ত হলো ধনী।
ওরে ধনী!ওরে ধনী।
অসহায় মানুষ না খেয়ে মরলে
তাদের কি আর আসে যায়?
বাজেট যতো তাদের ভাগে
মহাজনে নিয়ে যায়।
নিয়ে যায়! নিয়ে যায়!
অসহায় মানুষের করোনা
স্বাস্থ্যবিধি মানে না,
হিসাব নিকাশ করে দেখো
তুমিও সেভাবে বাঁচবে না।
বাঁচবে না! বাঁচবে না!
সরকারি চাকর যারা তোমরা
বসে পাইতেছো ভাতা,
অসহায়ের আন্দোলনেও যেতা তখন
যদি ভাতা না পাইতা নেতা।
ওরে নেতা! ওরে নেতা!
#CBALO/আপন ইসলাম