মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।৪ জুন বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁ সদর উপজেলার পাটিয়াডাঙ্গী বাজারে শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন ।ফেস্টুনে লিপিবদ্ধ উল্লেখ্যযোগ্য কথাগুলো হলো সংখ্যালঘু খ্রিস্টানদের উপর অত্যাচার।
আমরা শান্তি পূর্ণ ভাবে বাঁচতে চাই। অত্যাচারী পাশের মুসলিম গ্রাম। সুষ্ঠু বিচার চাই। ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নে সরকারি গাছের আম পাড়া কে কেন্দ্রকরে হামলার শিকার হন মোলান খুড়ী গ্রামের অখিল দাসের ছেলে সুজন দাস(২২) ।
হামলাকারীরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনার হাকিম আলী( কালুয়া) ছেলে কামু ইসলাম, সাদিকুল ইসলাম, মতিউর রহমান।
ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খিস্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর এর সাংগঠনিক সম্পাদক দিলীপ দাস, নিখিল দাস, সুমন দাস ,সুমতি দাস ,অপূর্ব দাস প্রমূখ। বক্তারা বলেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।