মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৭:৫৯ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিলেন। নয়াদিল্লির একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে টিকা নেন তিনি। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশে দেন একটি বার্তা।

নিজের টুইটারে টিকা গ্রহণের ছবি পোস্ট করেন মোদি। সঙ্গে ছিল দুই নার্স। সেখানে মোদি লেখেন, `আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন।’

গত ১ মার্চ একই হাসপাতালে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন মোদি।

এ দিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ জোরালোভাবে আঘাত হেনেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত ভারতে এক কোটি ২৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৬৬ হাজার ৮৯২ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর