ভন ভন শব্দ করে
এডিস মশা এলোরে,
খাবে বলে রক্ত মাংস
কামড় দিবে সজোরে।
ডাবের খোসা, ফুলের টবে
বংশ বিস্তার করে যে,
এডিস মশার কামড়ে
ডেঙ্গু চিকুনগুনিয়া হবে যে।
এডিস মশা ঘুরে বেড়ায়
শহরের খালে আর ড্রেনে
গ্রামের আনাচে-কানাচে সারা,
মানুষকে কামড়ে পায়
আনন্দ আত্ব-হারা।
দিনের আলোয় কামড়ায় সে
জীবন নাশ হবে যে
শোবার সময় টাংগিয়ে মশারী
থাকবে সকল সুধীজনী
ডেঙ্গুজ্বর হবেনা নি।
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মাবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬