রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা পৃথক ঘটনায় দুই খুন 

মো:মামুন হোসেন, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ১১:৩০ অপরাহ্ণ

পাবনায় নিখোঁজের ৫দিন পরে পাবনার আটঘরিয়া উপজেলা থেকে শাজাহান আলী (৪০) নামের এক ব্যবসায়ীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর  গ্রামের টয়লেটের হাউজ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার তোফাজ্জল হোসেন ছেলে এবং হাসপাতাল সড়কের শাপলা প্লাষ্টিক চত্বরে নয়ন ফটোস্ট্যাটের মালিক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, ক্লিনিক ব্যবসার অর্থের কারণে পরিকল্পিত ভাবে ব্যবসায়ী শাহাজানকে হত্যা করা হয়েছে বলে জানান তারা।
এদিকে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেড় ধরে ধারালো অস্ত্রের আঘাতে শহরের পৌর এলাকার ছাতিয়ানা পশ্চিম পাড়ায় শাহীন শেখ ওরফে কালা শাহীন (৩৫) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইয়াকুব মালিথা নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত শাহীন শেখ পাবনা ছাতিয়ানী পশ্চিম পাড়ার মজনু শেখের ছেলে। তারা দুইজন অটো রিকশা চালক।
এ ঘটনায় আহত ব্যাক্তি ও তার স্ত্রী জানান, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে স্থানীয় রুবেল কমিশনারের গ্রুগের লোকজন রাতে চা খাওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের কাশিপুর মোড়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরত্বর আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মঞ্জু শেখের অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করেন। রাজশাহী মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায়  ইয়াকুব মালিথা নামে একজন পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুইটি  ঘটনা  বিষয়ে  মোবাইল ফোনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুইটি ঘটনার বিষয়ে আমরা তদন্ত কাজ শুরু করেছি। এই দুইটি ঘটনার মামলা পক্রিয়াধীন। একটি মামলা পাবনা সদর থানাতে হবে আর নিখোঁজের ৫দিন পরে মৃতদেহ উদ্ধার এই ঘটনার মামলাটি আটঘরিয়া থানাতে হবে। খুব দ্রুত দুইটি হত্যাকান্ডের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
 দুইটি পরিবারের সদস্যরা প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর