রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

ডা. এম.এ. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে নির্বাহী পরিষদের মহাসচিব নির্বাচিত হয়েছেন একজন আদর্শ, ত্যাগী ও সংগ্রামী শিক্ষক নেতা মো. আনোয়ার হোসেন। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুপরিচিত।
ফোরামের প্রতিষ্ঠালগ্ন ২০১৭ সাল থেকে তিনি নিষ্ঠা, সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগের সাহসী কণ্ঠস্বর। কখনো পিছু হটেননি, কখনো আপস করেননি। বরং শিক্ষক স্বার্থে তার নিরলস ত্যাগ ও সংগ্রাম তাকে শিক্ষকসমাজে একজন আদর্শ নেতার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। সর্বশেষ শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধিসহ যৌক্তিক দাবির আন্দোলনে তিনি ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হন, যা শিক্ষক অধিকারের পক্ষে তার আপসহীন অবস্থানকে আরও সুস্পষ্টভাবে প্রমাণ করেছে। তার মিষ্টভাষী ও বিনয়ী আচরণ এবং সংগ্রামী মনোভাব তাকে দেশের শিক্ষক সমাজে বিশেষভাবে সম্মানিত করেছে।
মহাসচিব নির্বাচিত হওয়ার পর মো. আনোয়ার হোসেন মুঠোফোনে গণমাধ্যমকে বলেন,শিক্ষকদের ভালোবাসা ও আস্থায় আজ আমি এই দায়িত্ব পেয়েছি। শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলন কখনো থামবে না। যেকোনো পরিস্থিতিতেই  শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে আমি দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে যাবো। আমাদের ঐক্যই আমাদের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামকে  আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে চাই।
নাগরপুরের একজন সহকারী শিক্ষক জানান, আনোয়ার হোসেন স্যার কেবল একজন নেতা নন—তিনি একজন আদর্শ ও ত্যাগী মানুষ। আন্দোলনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি ছিলেন সামনে, কখনো ভয় পাননি, কখনো ক্লান্ত হননি। তার গ্রেফতার হওয়া আমাদের কাছে শিক্ষকদের অধিকার আদায়ের পথে এক বিশাল ত্যাগের প্রতীক। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
আদর্শ ও ত্যাগী নেতা হিসাবে মো. আনোয়ার হোসেনের মহাসচিব নির্বাচিত হওয়ায় বাবেশিকফো নেতাকর্মী এবং সারাদেশের শিক্ষক-কর্মচারীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রত্যাশা—তার বলিষ্ঠ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বে শিক্ষক অধিকারের সংগ্রাম আরও সুসংগঠিত, শক্তিশালী ও সফল হবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মো. আনোয়ার হোসেন ফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত আছেন এবং সর্বশেষ যুগ্ন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর