কক্সবাজার সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২২ নভেম্বর ) সন্ধ্যা ৩টায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাসের কক্সবাজার সদর উপজেলা সভাপতি সাইফুদ্দিন শাকিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার সদর উপজেলা বিএনপি আহ্বায়ক সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাসের জেলা কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর জাসাস এর সাধারণ সম্পাদক মনির খান।
এছাড়াও বক্তব্য রাখেন,সদর শ্রমিক দলের সভাপতি মোতাহের হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদ মুফিদুল রহমান, জাসাস কক্সবাজার জেলা সদস্য সচিব আরাফাত সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মুকুল, জেলার যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কলিম উল্লাহ সিদ্দিক সংগঠনিক সম্পাদক জাসাস কক্সবাজার সদর। আরো বক্তব্য রাখেন জাসাস এর, শহরের সদস্য সচিব মানি, ঈদগাঁও উপজেলার আহ্বায়ক কবি মোরশেদ, রামু উপজেলার আহ্বায়ক আবুল কাসেম, সদস্য দাসের সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য বলেন, জাসাস হচ্ছে বিএনপির গোলাপ ফুল, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জাসাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইহা জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন।
প্রধান বক্তা বলেন, আজকের পরিচিতি সভার সদর জাসাসের যে আয়োজন করেছে অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। আগাম নির্বাচনে ধানের শীষ তথা কক্সবাজার,সদর, রামু ৩ আসনে লুৎফুর রহমান কাজল ভাইকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জাসাস একটি গুরুত্বপূর্ণ সংগঠন পরিচিতি করে দিতে হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।