একদিন গোলামির জিনজির পেরিয়ে,
আকাশে কালিমার পতাকা উড়বে,
সেইদিন সুখ-শান্তিতে মানুষ বাঁচবে,
সুবিচার পেয়ে আদালতে মানুষ হাসবে।
কুরানের আইনে ইসলামি শাষনে,
একদিন পৃথিবীটা চলবে,
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
হাতে হাত রেখে সবাই বলবে।
অন্যায়-অবিচার জুলম অত্যাচার,
কাফের মুশরিক ভয়ে পালাবে,
সেইদিন বিশ্ব ইসলামি শাষনে চলবে,
প্রতিটি মানুষ সুবিচার পেয়ে হাসবে।
#CBALO/আপন ইসলাম