অভয়নগরে প্রায় চার যুগ ধরে সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। জানা গেছে, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের শাহীনপাড়া মোড়ের খড় বটতলা নামক স্থানে মৃত তোকাম শেখের পুত্র তোহিদুর ইসলাম(৪০), শহীদুল ইসলাম(৩৫), তরিকুল(২৫), কন্যা রাফেজা(৩৮) সরকারী ১ খতিয়ানের ২৩৮০ বর্গফুট জায়গায় তিনটি দোকানঘর নির্মাণ করে দীর্ঘ ৪০ বৎসর ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি দোকানঘরগুলোর পাশে অন্য শরীকরা দোকানঘর নির্মাণ করতে গেলে তোহিদুর গংরা বাধা প্রদান করলে খাস খতিয়ানের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ভূমি অফিসে অভিযোগ করে। সরকারী জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের ব্যক্তিগত জায়গার সামনে বলে দোকানঘর নির্মাণ করেছি, উপজেলা ভূমি অফিস থেকে স্থাপনা সরিয়ে ফেলার নোটিশ পেয়েছি। শ্রীধরপুর ইউনিয়ন তফসিল অফিসের নায়েব গৌরসুন্দর বিশ্বাস বলেন, খড় বটতলা নামক স্থানে যে খাস খতিয়ানের জায়গা আছে বিষয়টি আমাদের জানা ছিলনা। দখলকারী শরীকদের মধ্যে কোন্দল হওয়ার কারণে বিষয়টি আমরা জানতে পেরেছি ও লিখিতভাবে উপজেলা ভূমি অফিসে জানিয়েছি। উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার খন্দকার আবুল কালাম আজাদ বলেন, উক্ত খড় বটতলা এলাকায় সরকারী জায়গা দখলকারীদের সাত দিনের সময় দিয়ে উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম