নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার বমু বিলছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী পেল ১৫০ পরিবার।বুধবার (৪ জুন,২০২০ ইং–) সকালে ইউনিয়ন পরিষদ এ জি আর (চাউল) খাতের খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কভিড-১৯) কারনে সৃষ্ট খাদ্য সংকট মোকাবিলায় চকরিয়ার দূর্ম জনপথ বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মহীন ও দরিদ্র্যদের (১৫০ পরিবার) মাঝে সরকারের ৫য় বারের মত ত্রাণ বিতরণ করা হয়েছে।
সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলব। এ সময় ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান,বমু বিলছড়ি সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের সদস্য সচিব ও আ,লীগ নেতা মোঃ নাজমুল হুদা,ইউপি মেম্বার আহমদ মিয়া,এম.কফিল উদ্দীন প্রমূখ।