মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে সরকার সাত দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গাতেও লক ডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) চলছে ঢিলেঢালা লক ডাউন। তবে মুখে লকডাউন বলা হলেও তেমন ভাবে মানছে না জনগণ। যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও সড়কে ট্রাকে যাত্রী আর ব্যক্তিগত গাড়ির চাপ চোখে পড়ার মতো। হাটিকুমরুল রোড গোল চত্বরে হাইওয়ে পুলিশকে রাস্তায় সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। গণ পরিবহন বন্ধ থাকলেও হাটিকুমরুল রোড গোল চত্বরে যাত্রীদের নানা অযুহাতে চলাচল করতে দেখা গেছে। এমন কি হাটিকুমরুল রোড, সাহেবগঞ্জ,ঘুড়কা,ভুইয়াগাতী,পাঁচলিয়া,হরিনচড়া,দবিরগঞ্জ সহ বিভিন্ন স্থানে খোলা ছিল হোটেল রেস্তোরা। অনেকে আবার নির্দিধায় খুলে রেখেছিল দোকান পাটও।সোমবার সাপ্তাহিক সলঙ্গার হাটও চলছে আগের মতই। তবে লক ডাউন দেওয়ার কারনে আগের তুলনায় সকল প্রকার যান চলাচল ছিল কম।
#CBALO/আপন ইসলাম