মো: ইব্রাহিম আকাশ ,ভোলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পেলেন ভোলার লালমোহন উপজেলার ৭০০ টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জেন। বৃহঃবার (৪জুন) দুপুরে উপজেলা ইসলামী কাওমী মাদ্রাসার মাঠে এই অর্থ বিতরণ শুরু করা হয়। প্রতি ইমামদের ৩ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন ভোলা৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এমপি শাওন বলেন, লালমোহন উপজেলায় ৭০০টি মসজিদের জন্য মসজিদ প্রতি ৫ হাজার টাকা করে অর্থবরাদ্দ আসে। আওয়ামীলীগ সরকারের আমলে ইমামদের ওমুয়াজ্জিনদের সম্মান করা হয়েছে। দেশের এই কার্ন্তিক লগ্ন আপনাদের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে।
অন্য কোনো সরকার তা করে নাই। আপনাদের পাশে সবসময় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আছে এবং তারই নির্দেশে আমি সবসময় পাশে আছি। , বাংলাদেশ যখন স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছিল এমন সময় মহামারী করোনা ভাইরাস সবকিছু থমকে দিয়েছে। তবুও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবেলায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যতদিন করোনা থাকবে ততদিন এর বিরুদ্ধে লড়াই চলবে। মহামারি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের মানুষ আজ আতংকিত। ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে।
করোনা ভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন জনপ্রতিনিধি, সচিব ও গ্রাম পুলিশরা। তাদের সুরক্ষা নিশ্চিত করে সাধারন মানুষের সেবায় নিয়োজিত রাখার জন্য পিপিই সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে আপনারা সাবধানে থাকবেন যাতে করোনাক্রান্ত না হন। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনাগুলোকে সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে।