নওগাঁর আত্রাই থানা পুলিশ বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া গ্রামের জনৈক কামরুলের পুকুর পাড়ে বেশ কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছিল। রাত প্রায় সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই রাশেদ আলম ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ভোঁপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য শিমুলিয়া গ্রামের মোবারক মন্ডলের ছেলে উজ্জল হোসেন (২৮), সাবেক ইউপি সদস্য মৃত কাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বল্টু (৪৫), মৃত আব্দুল কাদেরের ছেলে কামরুল হাসান (৪০), মৃত শামসুর সরদারের ছেলে সাজু সরদার (৩২) মৃত কিশমত আলীর ছেলে এমদাদুল খান (৪০) ও ইনসার আলী খান (৫০), মৃত শাহাদতের ছেলে রেজাউল করিম (৩৮) এবং মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ ফকিরকে (৫০) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, গ্রেফতারকৃত সকলেই শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে এবং গতকাল শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম