টাঙ্গাইলের মধুপুরে পল্লী বিদ্যুতের সহকারি ইলেকট্রিক মিস্ত্রি মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের নজর আলীর ছেলে সুজন মিয়া (২৭) কে পিটিয়ে হত্যা মামলায় আরও দুইজন আসামীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় মধুপুর থানা পুলিশের এসআই আল-আমিন ও এএসআই মোস্তাকিন বিল্লাহ মাদারীপুর জেলার কালকিনি থানা পুলিশের সহযোগিতায় কালিনগর খাসিয়াপাড়া এলাকা থেকে মামলার এজাহার নামীয় ১ ও ৪ নম্বর আসামীকে গ্রেফতার করেছেন। তারপর আসামীদ্বয়কে গ্রেফতার করে শনিবার সকালে মধুপুর থানায় নিয়ে আসা হয়েছে।
টানা ৩৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতারকৃত দুই আসামী হচ্ছেনঃ এজাহার নামীয় ১ ও ৪ নং আসামী। ১ নং আসামি বাদশা মিয়ার ছেলে রেজাউল (৩৫) এবং ৪ নং আসামি ইউসুফ আলীর ছেলে শামীম (৩০)। এর পূর্বে ইতোমধ্যেই মামলার অপর দুই আসামী মহির উদ্দিন ও ইউসুফকে গ্রেফতার করা হয়েছিল।
মধুপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, “গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান জানতে পারি। এরপর এএসআই মোস্তাকিন বিল্লাহকে সাথে নিয়ে আমি মাদারীপুর জেলার কালকিনি থানার উদ্দ্যেশ্যে রওনা হই৷ তারপর সেখানে পৌছে মাদারীপুর থানা পুলিশের সহায়তা নিয়ে তাদেরকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসি। তারা ছদ্মবেশে পাবলিক জামাতে দাঁড়ি, পাগড়ি, পাঞ্জাবি পড়ে মসজিদে অবস্থান করতেছিল যেন তাদেরকে কেউ গ্রেফতার করতে না পারে।”
ঘটনার সত্যতা স্বীকার করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল বলেন, “আসামীদ্বয়কে গ্রেফতার করে শনিবার (০৩ এপ্রিল) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
#CBALO/আপন ইসলাম