” মন কেন কাঁদে রে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও তৈরি করলেন তরুণ নির্মাতা সাইমুল হাসনাত । গানটিতে কণ্ঠ দিয়েছে মনি কিশোর, মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে সাদিকুল ইসলাম, আরুহি চৌধরী ও ফাতেমা হোসাইন লিরা।গানটি খুব শীঘ্রই এম এস মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে সাইমুল হাসনাত জানান গানটি আমার অনেক পছন্দ হয়েছে এই জন্যই এটির ভিডিও তৈরির দায়িত্ব নিয়েছিল, খুব সুন্দর ভাবেই গানটির ভিডিও দৃশ্য ধারণ করা হয়েছে আশা করি এই গানটি শ্রোতাদের মন ছুয়ে যাবে। সাইফুল হাসানাত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ গোপালপুরের আবু কাশেম এর ছেলে সাইমুল হাসনাত।
#CBALO/আপন ইসলাম