এই পৃথিবী নামক গ্রহটি প্রচুর খাদ্য গ্রহন করে,খাদ্য গ্রহন না করলে পৃথিবী অচল হয়ে যাবে। একটি প্রাণ বা জিব হিসেবে যেমন আমাদের খাদ্যের প্রয়োজনীয়তা দেখা দ্যায়,তেমনি পৃথিবীর ও খাদ্যের প্রয়োজন হয় বা ক্ষুধা লাগে। আগুন,আলো,বাতাস,পানি ও মাটি না হলে এই পৃথিবী নিমিশেই ধ্বংস হয়ে যেত। এই পাঁচটি উপাদানের সাথে জীব বা প্রত্যেকটি প্রানের সম্পর্ক রয়েছে। এই উপাদান ছাড়া প্রান,জীব ও পৃথিবী দুইটাই অচল। মানুষের যেমন খাদ্যাভ্যাস রয়েছে,তেমনি পৃথিবীর যথেষ্ট খাদ্যের চাহিদা রয়েছে। আমরা প্রতিদিন মাছ,মাংস দুধ ডিম,শাঁক-সবজিকে খাদ্য হিসেবে গ্রহণ করি পৃথিবীও তেমনি গ্রহণ করে। যেমন আমরা মাছ,মাংস ভেঁজে বা সিদ্ধ করে খাই। তেমনি জিবকে এই পৃথিবী ভেঁজে বা ফ্রাই করে খাচ্ছে। পৃথিবীর যখন যেমন ইচ্ছা খাচ্ছে। কখনও আগুনে পুড়িয়ে,কখনো পানিতে ডুবিয়ে জীবকে খেয়ে ফেলছে। আমাদের দেহে অসংখ্য ব্যাকটেরিয়া,ভাইরাস ও জীবানু রয়েছে যেগুলো আমাদের খাদ্য হজম বা পাঁচন প্রক্রিয়ায় সহায়তা করে। তেমনি এ পৃথিবী জুড়েও ছড়িয়ে আছে অসংখ্য ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবানু।এগুলো পৃথিবীকে খাদ্য হজম বা পাঁচনপ্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করে। ভাইরাস,ব্যাঁকটেরিয়া জীবানু ও বিভিন্ন প্রকার এসিড না থাকলে এ পৃথিবী ও প্রত্যেকটি প্রান ধ্বংস হয়ে যেত। আমাদের শরীরে যখন হাঁচি হয় তখন দেহে ভূমিকম্প হয়।যেমনটি এ পৃথিবীর মাঝে ভূমিকম্প থেকে আমরা দেখতে পাই। প্রতিটি জীবদেহে রয়েছে অসংখ্য অঙ্গ-প্রত্যঙ্গ,শিড়া-উপশিড়া,মাধ্যমে হাড়-মাংস,নাড়ী-ভুড়ি।তেমনি পৃথিবীর ও রয়েছে নদ-নদী,সাগর-সমুদ্র,টিলা,পাহাড় পর্বত,শৃঙ্গ মরুভূমি। প্রত্যেকটি প্রান বা জিবের মধ্যে যে উপাদান বৈশিষ্ট্য রয়েছে,পৃথিবীর ও এক-ই উপাদান ও বৈশিষ্ট্য আছে। শুধু স্থান,কাল,সময় ও পরিবেশের জন্য নাম,জাত,বা বর্ণ পরিচয় ভিন্ন। এই পৃথিবীতে সব জীব বা প্রান দীর্ঘদিন বাঁচে না,তেমনি জিবের শরীরেও যেসব ব্যাকটেরিয়া,ভাইরাস ও জীবানু আছে তা দীর্ঘস্থায়ী নয়। প্রত্যেকটি জীব ধ্বংস হয়ে যাবে এবং এ পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মৃত্যু হলে,প্রান বা জিবের মৃত্যু অনিবার্য। জিবের যেমন প্রান আছে,পৃথিবীর ও তেমনি প্রান আছে।
বিঃদ্রঃভুলত্রুটি সংশোধন যোগ্য,
তবে মূল বিষয় বস্তু অপরিবর্তিত থাকবে।
#CBALO/আপন ইসলাম