শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ই-পেপার

সিলেটের মেন্দিবাগে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী লিটন গ্রেফতার

সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইয়াবা ব্যবসায়ী হায়াতুর ইসলাম লিটনকে (২৮) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত লিটন সুনামগঞ্জ জেলার বড়ঘাট গ্রামের আব্দুল মালিকের ছেলে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বুধবার (৩১ মার্চ) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
সিলেটের কাস্টঘর এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা বিক্রি করে আসছে স্থানীয় সুইপার কলোনীর কিছু মাদক ব্যবসায়ী। পুলিশ একাধিকার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য অভিযান চালালেও হোতারা রহস্যজনক কারণে থেকে যায় ধরাছোঁয়ার বাহিরে। তবে এ পর্যন্ত যেসব মাদক ব্যবসায়ীরা ধরা পড়েছে তারা খুচরা ব্যবসায়ী বলে পুলিশের একটি সূত্র জানায়।
পুলিশ সূত্র জানায়, গত ৪মাসে সিলেট নগরী থেকে যেসব ইয়াবা ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে অধিকাংশই কাস্টঘর থেকে ইয়াবা সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছে। ইতোমধ্যে পুলিশ একাধিকবার কাস্টঘর এলাকায় ইয়াবা সিন্ডিকেটের সদস্যদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের বলেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। সেই সাথে নজরদারিও বৃদ্ধি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর