সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় তিন শ্রমিকের প্রত্যেককে ১৫দিন করে কারাদন্ডের রায় ঘোষণা করেছেন ভ্রাম্যমান আদালের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার সদরের।
মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানের পরিচালিত ভ্রাম্যমান আদালত বাবুগঞ্জ উপজেলা সদর বাজারের সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকালে তিন শ্রমিককে আটক করে। পরে ওইদিন রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত শ্রমিক পনির হোসেন, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আলীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
#CBALO/আপন ইসলাম