শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ই-পেপার

বরিশালের সেই প্রধান শিক্ষকের পরিবারসহ হত্যার হুমকি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ

চাঁদার দাবিতে প্রধানশিক্ষকের ওপর চিহ্নিত সন্ত্রাসীদের অর্তকিত হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় এবার প্রধানশিক্ষকসহ তার ¯^-পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন প্রধানশিক্ষক ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় অসহায় ওই পরিবারটির পাশাপাশি উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের।

বুধবার সকালে সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন খান জানান, একই এলাকার দুর্ধর্ষ সর্বহারা নেতা ক্রসফায়ারে নিহত কালাম সরদারের ভাই হামলাকারী পারভেজ সরদার ও তার সহযোগিরা হত্যার উদ্দেশ্যে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় হামলাকারী সন্ত্রাসীরা তার (দেলোয়ার) বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুরো বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে (প্রধানশিক্ষক) সহ তার বড়ভাই মোঃ নুরুল হক খান ও পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে অব্যাহত রেখেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর